যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
কী নেই সেই সাফল্যের তালিকায়? তেলেঙ্গানা সরকারের দাবি, শিল্পের চাহিদা মেনে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যে। এছাড়াও রাজ্যে তৈরি হয়েছে ভারতের বৃহত্তম ক্রীড়া বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের নানাবিধ প্রকল্প থেকে মহিলারা মাসে ১০ হাজার টাকা সঞ্চয় করছেন বলে দাবি করেছে সরকার। বিনামূল্যে মহিলাদের জন্য বাস ভ্রমণ, ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে সরকার। এই প্রকল্পগুলি থেকে উপকৃত মহিলাদের আয় বাড়ছে বলে তেলেঙ্গানা সরকার জানিয়েছে। বাপু ঘাটে ২০০ একরের বেশি জায়গায় বিশ্বের উচ্চতম গান্ধী মূর্তি তৈরি করছে সরকার। এই মূর্তি তৈরি হলে গান্ধীবাদীদের কাছে পূণ্যক্ষেত্র হয়ে উঠবে তেলেঙ্গানা।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর উজ্জ্বল ভাবমূর্তিও তুলে ধরা হয়েছে। রাজ্যবাসীর স্বার্থে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন রেবন্ত রেড্ডি। কোনওদিন তিনি ছুটি নেন না। সব সময় মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এভাবেই তাঁদের অভাব অভিযোগ দূর হয়।