ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাগ্নিকে খুন করেননি। তাঁর আরও দাবি, খেলার ছলে মজা করে তিনি শিশুটিকে চড় মারেন। এরপরই সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। রান্নাঘরের স্ল্যাবে তাঁর মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পুলিস গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিযুক্ত যুবকটি। প্রমাণ লোপাট করতে প্রথমে তিনি শিশুটির দেহ পোড়ানের চেষ্টা করেন। পরে দেহটিকে তিনি একটি ঝোপের মধ্যে ফেলে দেন। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিস সূত্রে খবর, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।