মুম্বই: বিধানসভা নির্বাচনে এবার মহারাষ্ট্রে ভোটের হার অনেকটাই বেড়েছে। ২০১৯ সালে ভোটের হার ছিল ৬১.০২ শতাংশ। এবার সেই হার বেড়ে হয়েছে ৬৫.০২ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বুধবার রাজ্যের ২৮৮ আসনে ভোটগ্রহণ হয়। সারা রাজ্যে ভোটের হার বাড়লেও রাজধানী মুম্বই তুলনায় পিছিয়ে। বাণিজ্যনগরীতে ভোটের হারে সবচেয়ে এগিয়ে হাইপ্রোফাইল আসন মাহিম। এখানেই প্রার্থী হয়েছেন এমএনএস সুপ্রিমো রাজ থ্যাকারের ছেলে অমিত। এখানে ভোটের হার ছিল ৫৮ শতাংশ। আগের বিধানসভা ভোটে এখানে এই হার ছিল ৫২.৬৯ শতাংশ। আর শহরের আসনগুলির মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে কোলাবায়। সেখানে ভোটের হার মাত্র ৪৪.৪৯ শতাংশ। মুম্বইয়ে ভোটের হারে নিরিখে দ্বিতীয় স্থানে ওয়াডালা। সেখানে ভোটের হার ছিল ৫৭.৩৭ শতাংশ।
এই আসনে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রার্থী শ্রদ্ধা যাদবের সঙ্গে টক্কর বিজেপির কালীদাস কলম্বকরের। মুম্বই সিটি জেলায় বিধানসভার ১০টি আসনে সবমিলিয়ে ভোটের হার ছিল ৫২.০৭ শতাংশ।