ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
সিপিআই (এমএল) লিবারেশনের সংসদ সুদামা প্রসাদ চিঠিতে লিখেছেন, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ পর্যন্ত একটি ট্যুরের ব্যবস্থা করা হয়েছিল। সাংসদের দাবি, এরপর তাঁর ঘরে এসে রাইটস ও রেল বিকাশ নিগম থেকে দুই ব্যাগ উপহার দেওয়া হয়। পরে তিনি দেখেন, সেখানে ১ গ্রাম সোনার কয়েন ও ১০০ গ্রাম রুপোর ব্লক রয়েছে।
বিহারের আরার সাংসদের দাবি, রেলের সুরক্ষা, ভাড়া বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। তিনি মনে করেন, স্ট্যান্ডিং কমিটির সদস্যদের উপহার দেওয়া শুধু নীতি বিরুদ্ধ নয়, সাংসদদের মুখ বন্ধ করার কৌশলমাত্র। এর পাশাপাশি তিনি রেলের স্টেশনগুলোতে কর্মরত শ্রমিকদের নুন্যতম পারিশ্রমিকের বিষয়টিও চিঠিতে তুলে ধরেছেন।