ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাসটি কলকাতা থেকে ছেড়ে পাটনার দিকে যাচ্ছিল। কিন্তু হাজারিবাগের বারকাঠা এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও পুরোপুরি উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে ব্যাপক গতি থাকায় ভিতরে থাকা যাত্রীরা মারাত্মক ভাবে জখম হন। আহতদের মধ্যে একাধিকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাস্তায় কাজ চলছে। দ্রুতগতিতে চলা বাসটি লেন পরিবর্তন করতে গিয়েই টাল সামলাতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিস তরফে প্রাথমিক তদন্তের পর দাবি করা হয়েছে, ভোরের বেলায় যথেষ্ট কুয়াশা ছিল। তার ফলেও এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার জেরে আহতদের হাজারীবাগের একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং RIMS রাঁচিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিস।