ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি ... বিশদ
মহারাষ্ট্রে শ্রীরামপুর আসনে শিবসেনা (সিন্ধেশিবির) প্রার্থী ভাউসাহেব কাম্বলের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অশোক সুগার মিল এলাকার এই ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে অহিল্যানগর জেলার পুলিস। অশান্তির খবর এসেছে পারলি বিধানসভা কেন্দ্রের ব্যাঙ্ক কলোনি এলাকা থেকেও। সেখানে এনসিপি (শারদ পাওয়ার) কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এরপরই ঘটনান্দুরের একটি বুথে তাণ্ডব চালানো হয়। ইভিএম ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। বিদের জেলা শাসক অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সংশ্লিষ্ট বুথে ইভিএম বদলে দিয়ে ফের ভোটগ্রহণ শুরু হয়।
অন্যদিকে, পারলিরই ধর্মাপুরীতে একটি বুথের ভিতরে সিসি ক্যামেরাকে তার খুলে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছে। এই নিয়ে এনসিপি (শারদ পাওয়ার) প্রার্থী রাজেসাহেব দেশমুখ ভোটকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এদিন তুমুল উত্তেজনা তৈরি হয় ইয়েভলা বিধানসভা কেন্দ্রের একটি বুথে। সেখানে এনসিপির শারদ পাওয়ার গোষ্ঠীর কর্মী-সমর্থকেরা এনসিপি নেতাকে ছগন ভুজবলকে বুথে ঢুকতে বাধা দেন। ‘দলবদলু’ ভুজবলের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা।
অপরদিকে, ঝাড়খণ্ডে জেএমএম প্রার্থীকে অবৈধভাবে সাহায্য করার অভিযোগে দেওঘর জেলার মধুপুরের এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন, তিনি এব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন। এর
ভিত্তিতে ওই আধিকারিককে গ্রেপ্তার করা হয়। যদিও জেলা প্রশাসন গ্রেপ্তারের খবর খারিজ করেছে। তারা জানিয়েছে, ওই আধিকারিক ইভিএমের খুব কাছে বসে ছিলেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়।অন্যদিকে, এদিন মহারাষ্ট্রের নানদেদ লোকসভা আসনে উপ নির্বাচন ছিল। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ৫৩.৭৮ শতাংশ।