পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
এবারের প্রার্থী তালিকায় রয়েছেন সাতারার শিবেন্দ্ররাজে ভোঁসলে। এনিয়ে পঞ্চমবার ভোটে লড়ছেন তিনি। রাজ পরিবারের সদস্য হওয়ার পাশাপাশি ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর এই বিজেপি প্রার্থী। এই বিধানসভা আসন থেকে ছয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাঁর বাবা অভয়সিংরাজে ভোঁসলে। কখনও জনতা পার্টির টিকিটে, কখনও কংগ্রেসের হয়ে।
এর পাশের আসন ফলটন এবার তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এখানে এনসিপি প্রার্থী দীপক চবনকে জেতাতে প্রচারে নেমেছেন নায়েক নিম্বলকর রাজ পরিবারের সদস্যরা। এছাড়া কোলাপুর উত্তরে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুরিমারাজে ছত্রপতি। তিনি আবার কোলাপুরের রাজা ছত্রপতি সাহু মহারাজের পুত্রবধূ। কাগাল আসনের চিত্রটাও একইরকম। এখানে এনসিপি (শারদ পন্থী) প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন রাজে সমরজিৎসিং ঘাটগে। তিনিও কাগাল রাজ পরিবারের সদস্য। রাজর্ষি ছত্রপতি সাহু মহারাজের বংশধর। এখানেই শেষ নয়। গাডচিরোলিতেও আহেরির রাজ পরিবারের তিন সদস্য একে অন্যের বিরুদ্ধে ভোটে লড়ছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মারাঠা রাজনীতিতে রাজ পরিবারগুলির জনপ্রিয়তা, অবদান আর ভাবমূর্তিকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পার কতে চাইছে দলগুলি।