পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
এরই মধ্যে শুক্রবার দেহ মিলল কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে নিহত দুই ভিলেজ ডিফেন্স গার্ডের। বৃহস্পতিবারের এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ড্রোন, স্নিফার ডগ, হেলিকপ্টার দিয়ে চিরুনি তল্লাশি চালায় পুলিস, সেনা ও সিআরপিএফ। ঘন জঙ্গলের মধ্যে দীর্ঘক্ষণ খোঁজ চলতে থাকে। শেষমেশ এদিন কেশওয়ান বেল্টের কাছে একটি ছোটো নদীর ধারে তাঁদের দেহ মেলে। এই খুনের সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজেও অভিযানে নেমেছে পুলিস ও সেনা। বৃহস্পতিবার জম্মু অঞ্চলের কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান নাজির আহমেদ ও কুলদীপ কুমার নামে দু’জন ভিলেজ ডিফেন্স গার্ড। তাঁদের বাড়ি থেকে অপহরণ করে গুলি চালিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, এই ধরনের হিংসা জম্মু-কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানা গিয়েছে, এই হত্যার নেপথ্যে রয়েছে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স। এদিকে, শ্রীনগরের টুরিস্ট রিসেপশন সেন্টার সংলগ্ন এলাকায় গত রবিবারের গ্রেনেড হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম উসামা ইয়াসিন শেখ, উমর ফায়াজ শেখ ও আফনান আহমেদ। আইজি ভি কে বিরধি জানান, ধৃতরা স্থানীয় বাসিন্দা। তারা গোপনে লস্কর-ই-তোইবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখেছিল।