পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের। প্রায় এক বছর আগে দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন এক অঞ্জলি নামে এক মহিলা। দু’জন তাঁকে গুলি করে খুন করে। পুলিসের ধারণা ছিল, জমি সংক্রান্ত বিবাদের জেরে স্বামী ও শ্বশুর-শাশুড়ি ভাড়াটে খুনি দিয়ে অঞ্জলিকে খুন করিয়েছিলেন। সেই সন্দেহে তাঁদের আটকও করা হয়েছিল। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিন পরে নীরজ শর্মা ও যশপাল নামে দুই শ্যুটারকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃতেরা জানান, সুরেশ ভারতী নামে এক ব্যক্তি তাদের সুপারি দিয়েছিল। কয়েকদিন আগে জামিনে ছাড়া পান নীরজ। তারপরই সে পুলিসকে জানায়, অঞ্জলিকে খুন করার জন্য ২০ লক্ষ টাকায় তাকে ভাড়া করা হয়েছিল। সুপারি দিয়েছিলেন মৃতার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। কিন্তু চুক্তি মতো টাকা দেওয়া হয়নি। সেই অনুশোচনা থেকে এখন থানায় এসেছে সে।