প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সূত্রের খবর, ওই কিশোরী মাদকাসক্ত। নেশার জন্য টাকা দিলেই, সে শারীরিক সম্পর্কের জন্য রাজি হয়ে যেত। জেলার এক স্বাস্থ্য আধিকারিক বলেছেন, ‘খুবই উদ্বেগজনক পরিস্থিতি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। মাদকের প্রতি আসক্তি ওই কিশোরীকে এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছে।’ প্রশাসনের তরফে ওই কিশোরীর প্রয়োজনীয় কাউন্সিলিং ও সহায়তা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নৈনিতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হরিশচন্দ্র পন্ত জানিয়েছেন, সাধারণত বছরে ২০ জন এইচআইভি আক্রান্তের হদিশ মেলে। কিন্তু, বিগত পাঁচ মাসে ইতিমধ্যেই ১৯ জন আক্রান্ত হয়েছেন। যা খুবই উদ্বেগের।