প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, সরু রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটছে স্কুটার। তবে একটি বাঁক ঘোরার সময়েই চোখের পলকে ঘটে ওই বিস্ফোরণ। ফুটেজে আরও দেখা যাচ্ছে, বিস্ফোরণের পরই স্থানীয় কয়েকজন ছুটে একটি বাড়ির কাছে চলে আসেন। সকলে কানে হাত দিয়ে রয়েছেন। দুপুর ১২টা ১৭ নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।
বিস্ফারণের পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। চারিদিক কাগজের কালো টুকরো ছড়িয়ে পড়ে। এলাকায় দেহাংশও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, যিনি ওই স্কুটারটি চালাচ্ছিলেন, তাঁর নাম সুধাকর। জখম ছ’জনকে শীঘ্রই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক। পুলিস এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইইডির যে বিস্ফোরণ ক্ষমতা থাকে, এদিনের ওই বাজিতেও একই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বেআইনিভাবে ওই বাজি তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস।