প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
কচ্ছে ভারত-পাক সীমান্তে মোতায়েন জওয়ানদের প্রধানমন্ত্রী বলেন, দেওয়ালির এই শুভেচ্ছাবার্তায় মিশে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতি ও কৃতজ্ঞতা। তিনি বলেন, বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক সাজসরঞ্জাম দেওয়া হচ্ছে। বিশ্বের অন্যতম অত্যাধুনিক বাহিনী হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে সেনা। আর এই সব প্রচেষ্টার মূলে রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা।
সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখ সহ বিভিন্ন সীমান্তে পরম্পরা মেনে এবারও দেওয়ালিতে মিষ্টি বিনিময় হয়েছে ভারত ও চীনা বাহিনীর মধ্যে। লাদাখের ডেমকক ও ডেপসাংয়ে সংঘাত কাটিয়ে দু’দেশের সেনা প্রত্যাহারের পরপরই দেওয়াতে বন্ধুত্বের এই বার্তা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মিষ্টি বিনিময় হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পাঁচটি বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) পয়েন্টে। এগুলি হল অরুণাচল প্রদেশের বাম লা ও ওয়াচা/কিবিথু, লাদাখের চুশুল-মোলদো ও দৌলত বেগ ওল্ডি এবং সিকিমের নাথু লা। এছাড়া মিষ্টি বিনিময় হয়েছে পূর্ব লাদাখের কোঙ্গ লা, কেকে পাস ও হট স্প্রিংয়েও।