কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
জানা গিয়েছে, ওই বাড়ির নীচ তলায় একটি দোকান ছিল। এদিন ভোরে সেখানেই আগুন লাগে। দোকানে বেদ্যুতিক তার ও অন্যান্য দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো বাড়িটিই আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ভয়াবহ আগুন পেরিয়ে ওই বাড়ির বাসিন্দাদের উদ্ধার করতে অনেক সময় লেগে যায়। ততক্ষণে আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। পরে নিকটবর্তী রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে গেলে সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দমকলের প্রাথমিকভাবে অনুমান, শট শার্কিটের জেরেই এই আগুন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।