পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১০১ জন, নির্দল প্রার্থী মোট ৪৬৪ জন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, মোট ২০ হাজার ৬৩২টি কেন্দ্রে সম্পন্ন হবে ভোটগ্রহণ। এক্ষেত্রে নজর থাকবে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, কংগ্রেসের ভূপিন্দর সিং হুডা, ভিনেশ ফোগাট ও জেজেপির দুষ্যন্ত চৌতালার উপর। ইতিমধ্যেই রাজ্যে চারটি নির্বাচনী জনসভা করে বারবার কংগ্রেসকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেনন, ‘কংগ্রেসের শিরায় শিরায় দুর্নীতি রয়েছে। এটি পুরোপুরি দালাল আর দামাদের পার্টি।’ অন্যদিকে, হরিয়ানায় কংগ্রেস ঝড়ের বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, এবার বিজেপিকে হারিয়ে সরকারে আসবে তাঁর দল। আর এই সরকার হবে গরিব ও কৃষকদের।