প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
তেলেঙ্গানায় সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে হায়দরাবাদ আসনটি। এটি মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসির পরিবারের শক্তঘাঁটি। কিন্তু চারবারের সাংসদ এবার নানা কারণে চাপের মুখে। মেরুকরণকে হাতিয়ার করে এই কেন্দ্রে প্রচার চালিয়েছে বিজেপি। মাধবী দাবি করেছেন, তাৎক্ষণিক তিন তালাক বন্ধ করা হয়েছে। তাই মুসলিম মহিলাদের ভোটও তিনি পাবেন। সোমবারের ঘটনার পর কিছুটা হলেও ব্যাকফুটে বিজেপি। তবে মাধবী নিজের দোষ মানতে নারাজ। তিনি বলেন, প্রার্থী হিসেবে তাঁর ভোটার কার্ড পরীক্ষা করার অধিকার রয়েছে। তাঁর কথায়, ‘আমি একজন প্রার্থী। আইন
অনুযায়ী, প্রার্থী হিসেবে মুখের আবরণ সরিয়ে আইডি কার্ড যাচাই আমি করতেই পারি। মহিলা হিসেবে নম্রভাবে তাঁদের বোরখা সরাতে বলেছিলাম। যদি কেউ বিষয়টিকে ইস্যু করতে চান, তবে ধরতে হবে তিনি ভয় পেয়েছেন।’ জেলা নির্বাচনী আধিকারিক রোনাল্ড রস অবশ্য বলেছেন, কোনও প্রার্থীই বোরখা সরিয়ে পরিচয়পত্র যাচাই করতে পারেন না। যদি কোনও সন্দেহ হয়, তবে ভোটারের পরিচয় পরীক্ষা করার জন্য নির্বাচনী আধিকারিককে অনুরোধ করতে পারেন তিনি। আচরণবিধি ভাঙার জন্য মাধবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।