বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
পুলিস সূত্রে খবর, প্রীতি এবং তাঁর স্বামী প্রীতম ঠাকুর নিউ দীঘায় বেড়াতে এসেছিলেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে তাঁরা খাওয়া-দাওয়ার পর নিজেদের ঘরে চলে যান। এরপর আজ, বুধবার এই ঘটনাটি সামনে আসে। পুলিস দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরেই প্রীতি আত্মঘাতী হয়েছেন। কিন্তু স্বামী ঘরে উপস্থিত থাকা সত্ত্বেও কী ভাবে প্রীতি আত্মহত্যা করলেন তা নিয়েই উঠছে প্রশ্ন। বর্তমানে প্রীতমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। এটি নিছকই আত্মহত্যা না কী খুনের ঘটনা তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব তথ্য পরিষ্কার করে জানানো সম্ভব হবে।