বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এদিকে, আগামী ২ জানুয়ারি বিচারভবনের বিশেষ আদালত কাকুর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করে। এই অবস্থায় এই মামলায় কবে চার্জ গঠন প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছিল ডিসেম্বর, ২০২৪-এর মধ্যেই এই মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। ফলে এই পরিস্থিতিতে মামলার আইনি পরিণতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর সকলের। অন্যদিকে, রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক অভিযুক্ত ব্যক্তি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন। সেই আবেদনের কয়েকটির শুনানি হলেও তা নিয়ে কোনও রায় এখনও ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে এই আবেদনের শুনানি শেষ করে কবে মূল মামলার বিচার শুরু হবে, তা নিয়ে আইনজীবী মহলে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।