বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরে কত পদ শূন্য রয়েছে, তার পরিসংখ্যান সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ২০২৫ সালে সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। সেই কারণেই মূলত এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। সচিবালয় পর্যায়ে কর্মীদের পদোন্নতির জন্য কর্মী সংখ্যার হিসেব নিতে চাইছে নবান্ন। পদোন্নতির মাধ্যমে এলডিএ’র উপরের পদগুলি পূরণ করা হয়। নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ে পদোন্নতির সুযোগ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে।