চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
কী ধরনের সুযোগ-সুবিধা? বাড়ির কাছে পছন্দমতো জায়গায় মা ও বাচ্চার টিকা নেওয়ার সুযোগ মিলবে। কবে টিকা নিতে হবে, সেই এসএমএস চলে যাবে মোবাইলে। টিকাকরণ সম্পূর্ণ হলে অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে সার্টিফিকেট। টিকার দিনক্ষণ ভুলে গেলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অ্যাপই ব্যবহারকারীর মোবাইলে সেই তথ্য পাঠিয়ে দেবে। স্বাস্থ্যদপ্তরের এক কর্তা বলেন, ‘বর্তমানে প্রতি বছর বাংলার প্রায় ১৪ লক্ষ শিশু সরকারি টিকাকরণের সুবিধা পায়। বছরে পাঁচবার তাদের টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হয়। অ্যাপ ব্যবহার করে টিকাদান প্রক্রিয়া চালু হলে গোটা বিষয়টি আরও গোছানো এবং ব্যবহারকারীর পক্ষে সুবিধাজনক হবে।’ স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, প্রধানত মা ও শিশুর টিকাকরণের ক্ষেত্রে এই অ্যাপকে কাজে লাগানো হবে। প্রসঙ্গত, সরকারিভাবে এখন বাচ্চাদের ১২টির বেশি টিকা বিনামূল্যে দেওয়া হয়। সেগুলি হল পোলিও বা ওপিভি (একাধিক ডোজ), বিসিজি, হেপাটাইটিস বি, রোটা ভাইরাস (একাধিক ডোজ), পেন্টাভ্যালেন্ট (একাধিক ডোজ), আইপিভি (একাধিক ডোজ), পিসিভি (একাধিক ডোজ), ডিটি (একাধিক ডোজ), এমআর (একাধিক ডোজ), ডিপিটি (একাধিক ডোজ), জাপানিজ এনসেফেলাইটিস এবং ভিটামিন ডি। এগুলি সবই জন্ম থেকে বিভিন্ন বয়সে শিশু এবং কিশোর-কিশোরীদের দেওয়া হয়। গর্ভবতী মায়েদেরও টিটেনাস-ডিপথেরিয়া বা টিডি টিকা দেওয়া আবশ্যিক।