যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
যদিও ইডি’র এই মামলায় জামিন পেলেও পার্থবাবু এখনই জেল থেকে ছাড়া পাবেন না। কারণ, তাঁর বিরুদ্ধে রয়েছে সিবিআইয়ের মামলা। পার্থ চট্টোপাধ্যায় কবে থেকে জেলে? ইডি এবং সিবিআই কবে তাঁর বিরুদ্ধে মামলা করেছে? নিম্ন আদালতে এই মামলায় আগে কী হয়েছে? ইত্যাদি বিষয়ের বিস্তারিত এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে জমা দিয়েছে দু’ পক্ষই। সেগুলি সামনে রেখেই আগামী কাল শুনানি। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই পার্থবাবুকে ইডি গ্রেপ্তার করেছে। সিবিআই ওই বছরেরই ৯ জুন পৃথক মামলা করে। তবে গ্রেপ্তার করেছে ২০২৪ সালের ১ অক্টোবর।