নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে বিজেপিকে। দিল্লির নির্দিষ্ট করে দেওয়া টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারেনি বঙ্গ ব্রিগেড। যে কারণে নিত্যদিন সহ্য করতে হচ্ছে কেন্দ্রীয় পার্টির চোখরাঙানি। এই পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা পূরণে একপ্রকার ‘টোপ’ দেওয়ার পথে হাঁটছেন পদ্ম পার্টির রাজ্য নেতারা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টার্গেট পূরণে ব্যর্থ হলে মিলবে না ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের টিকিট। দলের বিধায়কদের এমনই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, প্রত্যেক বিজেপি বিধায়ককে অন্তত পাঁচ থেকে দশ হাজার নতুন সদস্য জোগাড় করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণ করলে মিলতে পারে বিধানসভা ভোটের টিকিট। এখানেই শেষ নয়। আগামী বিধানসভা ভোটে টিকিট পেতে যাঁরা ইতিমধ্যেই দলের রাজ্য পার্টি অফিসে হত্যে দিচ্ছেন, বেগতিক অবস্থায় সেইসব টিকিট প্রত্যাশীর জন্যও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করে দিচ্ছেন নেতারা। টিকিট পাওয়ার অন্যতম ‘যোগ্যতা’ হিসেবে তা বিবেচনার কথা বলা হচ্ছে। রাজ্যে বিজেপির সাংগঠনিক দৈনদশার এটি সবথেকে বড় প্রমাণ বলে মত ওয়াকিবহাল মহলের।
বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। বঙ্গ ব্রিগেডকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়েছেন জে পি নাড্ডা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৯ লক্ষের বেশি সদস্য সংগ্রহই করতে পারেনি দল। ফলে রক্তচাপ বাড়ছে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের। এবিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি বিজেপির কোনও শীর্ষ নেতা। দলের এক সাংসদ বলেন, বিজেপির সব বিধায়ক ১০ হাজার করে নতুন সদস্য জোগাড় করে দিলেও হয়তো এক কোটির লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না।