পত্নীর স্বাস্থ্যহানিতে চিন্তা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে শীতলতা। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। ... বিশদ
উত্তরপূর্ব ভারত সহ উত্তরবঙ্গের লোক ঐতিহ্যের সম্ভার নিয়ে এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছে কোচবিহার আর্কাইভ। সেখানেই রয়েছে ওই গোসানীমঙ্গল, বিষহরি পালার প্রাচীন পুঁথিপত্র। তার সঙ্গে ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, দময়ন্তী রায় বর্মন সহ বিভিন্ন লোকশিল্পীর পালাগনের বুকলেট রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের ঐতিহ্য শীতলপাটি, মেখলা, রাজবংশী সমাজে ব্যবহৃত পাটানি, মাছ ধরার জাল রয়েছে। কোচবিহার আর্কাইভের পাশাপাশি এখানে রয়েছে সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালা, দেবলগড় মিউজিয়াম, রামকৃষ্ণ মিশন গোলপার্ক, বোটানিকাল সার্ভে অব ইন্ডিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ্য অভিলেখাগার, বিশ্ববিদ্যালয়ের শেখ নুরউদ্দিন নুরানী মিউজিয়াম অব হেরিটেজ, কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ সহ একাধিক সংস্থার সংগ্রহ রয়েছে।