কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ৩৫ হাজার ৩৪৮ ভোট। কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় পেয়েছেন ৯ হাজার ১১৭ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মার ঝুলিতে মাত্র ৩ হাজার ৩১৯ ভোট। সঙ্গীতা বলেন, আমার এই জয় প্রতিটি অঞ্চলের, বুথের মা-বোনের জয়। যে মেশিনারি আছে, তাঁদের কাছে কৃতজ্ঞ। সবার চেষ্টার জন্যই এতো ভোট পেয়েছি। মা, বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ঢেলে ভোট দিয়েছেন। কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বলেন, এই জয় প্রত্যাশিত। তৃণমূল সব সময় মানুষের সঙ্গে থাকে। তারই প্রতিদান হিসেবে মানুষ এভাবে জয়ী করেছেন।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, এটা উন্নয়ন ও শৃঙ্খলার কারণেই সম্ভব হয়েছে।