কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
কাল, সোমবার থেকে হিমঘরের আলু ২৬ টাকা কেজি দরে বাজারে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার থেকে তা বাজারে বিক্রি হবে। এখন হিমঘর থেকে ২৭-২৮ টাকা কেজি দরে আলু বের হচ্ছিল। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকার অনেক খুচরো বাজারে ৩৪-৩৫ টাকা দাম নেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে আলু ব্যবসায়ীদের সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে দাম না কমালে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক হয়, শনিবার হরিপালে হুগলি জেলার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণনমন্ত্রী। কারণ, কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে মূলত হুগলি থেকেই আলু সরবরাহ হয়।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, হিমঘর থেকে ২৬ টাকা দরে আলু পাঠানো হলে অন্যান্য খরচ ধরে তা কলকাতার খুচরো বাজারে ৩০ টাকাতে বিক্রি হওয়া উচিত। পরিবহণ খরচ এবং পাইকারি ও খুচরো বিক্রেতার লাভ ধরে এটা ন্যায্য দাম। খুচরো বিক্রেতারা যাতে বেশি দামে আলু কিনতে হচ্ছে বলে অজুহাত না দিতে পারেন, তার জন্য কেজিতে ২৬ টাকা দাম লেখা চালান সহ আলু পাঠানো হবে বলেও ঠিক হয়েছে। এদিকে, ভিন রাজ্য বিশেষ করে মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসার ফলে কলকাতার পাইকারি বাজারে দাম কমেছে। সরকারি টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, শনিবার পাইকারি বাজারে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। সরবরাহ বৃদ্ধির ফলে আগামী দিনে দাম আরও কমবে বলেই তাঁর আশা।