কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
পান চাষি ও আড়তদারদের মধ্যে গুছিতে পানের সংখ্যা নিয়ে মতবিরোধ অনেকদিনের। আড়তদাররা একটি গুছিতে ১৫০টি করে পান রাখার দাবিতে চাষিদের চাপ দিতেন। অনেকে রাজি হলেও বেশিরভাগই তা করতেন না। আবার এক শ্রেণির কৃষক বাড়তি টাকার জন্য এক গুছিতে হাজার খানেক পান বিক্রি করেছেন বলেও জানা গিয়েছে। এই বৈষম্যের কারণে পানের বাজারে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল অনেককে। সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছিলেন কৃষকরা। পুজোর আগে একটি বৈঠক হলেও সেখানে কোনও সমাধানসূত্র বেরয়নি। এবার তাই সব পক্ষকে নিয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এই নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে।