পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, কলকাতার পাইকারি বাজারে মঙ্গলবার জ্যোতি আলুর দাম ছিল ২৭ টাকা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, হিমঘর থেকে বেরনোর পর আলুর দাম ২৬ টাকার আশপাশে রয়েছে। এই অবস্থায় খুচরো বাজারে দাম এতটা বেশি কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে।
এদিকে মরশুম শুরু হওয়ার সময় আলু চাষের জন্য গুরুত্বপূর্ণ ‘এনপিকে’ সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পর্যাপ্ত সার মিলছে না, বেশি দাম নেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় অন্য সার কিনতেও চাষিদের বাধ্য করার অভিযোগও আসছে বিভিন্ন জেলা থেকে। এর জন্য কেন্দ্রকে দায়ী করছে রাজ্য সরকার।
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পরিসংখ্যান দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার এই সারের বরাদ্দ কমানোর কারণেই এই সমস্যা। ২০২১ সালের আগে যেখানে রাজ্যকে প্রায় সাড়ে ৪ লক্ষ টন এনপিকে সার দেওয়া হতো, এখন সেখানে এখন রবরাহ কমিয়ে করা হয়েছে মাত্র ২ লক্ষ ২৭ হাজার টন। পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক করেন মন্ত্রী এবং কৃষিদপ্তরের আধিকারিকরা। সার উৎপাদনকারী ও সরবরাহকারী সংস্থাগুলির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজ্যে এই সারের সরবরাহ কমেছে? রাজ্যের দুই মন্ত্রী জানান, এনপিকে সার আরও বেশি পরিমাণে সরবরাহ করার জন্য রাজ্যের পক্ষ থেকে একাধিক চিঠি দিয়েও সুরাহা মেলেনি। এদিনের বৈঠকে উৎপাদনকারী এবং সরবরাহকারী সংস্থাগুলিকে আরও এনপিকে সার পাঠাতে বলা হয়েছে। এরপর পরিস্থিতি পরিবর্তন হয় কি না, তার উপর নজর রাখবে রাজ্য। তারপর বিষয়টি ফের জানানো হবে কেন্দ্রকে। এনপিকে সারের কালোবাজারি বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা।