উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
এদিকে শনিবার নিজের সংসদ এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বিজয়া সম্মিলনির কর্মসূচিতে যোগ দেন অভিষেক। আমতলা পার্টি অফিসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হন তিনি। সেখানে তিন দফা নির্দেশ দিয়েছেন তাঁদের। যেমন, নিজের ডায়মন্ডহারবার জুড়ে যেসব গরীব মানুষের প্রকৃত ঘরবাড়ি নেই এবং আবাসের তালিকাতেও ঠাঁই হয়নি, অথচ তাঁরা যোগ্য এমন মানুষজনের তালিকা তৈরি করতে হবে। এবার এমপি কাপ করবেন না বলে তিনি জানিয়েছেন। বদলে ডিসেম্বর মাসে ৪৫ দিন টানা স্বাস্থ্য ক্যাম্প হবে গোটা সংসদ এলাকায়। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের মধ্যে এ বিষয়ে প্রচার করতে হবে। বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার পেতে সমস্যা হচ্ছে বা কারও টাকা আটকে গিয়েছে, এমন কেউ থাকলে তাঁদের নামের তালিকাও তৈরি করার নির্দেশ দিয়েছেন অভিষেক।