প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
চেক রিপাবলিকের বাসিন্দা দিতা মিসুরকোভা (৪৩) বুধবার মানালির মারহি পার্বত্য এলাকায় পড়ে যান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রচণ্ড হাওয়ার কারণেই দিতা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, গত ৬ বছর ধরে তিনি প্যারাগ্লাইডিং করছেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলেন না দিতা। এর আগে মঙ্গলবার দুই প্যারাগ্লাইডারের মধ্যে সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মারা যান। তাঁর প্যারাশ্যুট না খোলার জেরেই পড়ে যান। অন্যদিকে হোটেলের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়।