প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বুধবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত সচিব পি উলগানাথান। বৈঠকে জেলা প্রশাসনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার বাড়ি নিয়ে মানুষের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না-হয়। যাঁদের নাম প্রাথমিকভাবে বাদ পড়েছে, তাঁদের কাছে গিয়ে জেলার পদস্থ আধিকারিকরা পুনরায় যাচাই প্রক্রিয়া চালাবেন। মনে রাখতে হবে, এই টাকা দেবে রাজ্য। ফলে কোনোভাবেই যেন মানুষের মধ্যে বঞ্চিত হওয়ার মনোভাব তৈরি না-হয়।
বিকেলে নবান্নে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সচিব। আলাপনবাবু জানিয়েছেন, এই সমীক্ষা নিয়ে কেউ যেন অকারণে বিচলিত না হন। তালিকাভুক্ত উপযুক্ত সকল প্রাপকই পাকাবাড়ি তৈরির সহায়তা পর্যায়ক্রমেই পাবেন। কারও অহেতুক উদ্বেগের কারণ নেই।