প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৮৫০ টাকা! একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। বুধবার এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৭৬,২৫০ টাকা। একদিনের তফাতে তা বেড়েছে ৮৫০ টাকা। সোনার সঙ্গেই এদিন লাফিয়ে বেড়েছে রুপোর দরও। শহরে এক কিলো খুচরোর রুপোর দাম যায় ৯৮,৮৫০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।
দাম বাড়লেও ধনতেরাসের বাজার সার্বিকভাবে ভালো গিয়েছে বলেই দাবি করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের কথায়, এবার সোনার দাম গতবছরের তুলনায় অনেকটাই বেশি ছিল। কিন্তু বিক্রিবাটায় তার নেতিবাচক প্রভাব তেমন একটা পড়েনি। বরং গতবারের তুলনায় বিক্রিবাটা বেড়েছে বলেই দাবি স্বর্ণ বিপণিগুলির।