কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য পেশ করতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত পতিতালয়ের কথা উল্লেখ করেন। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে পতিতালয়ের তুলনা টানেন তিনি! এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানাও।
এরপরই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পঙ্কজবাবু। সেই মামলায় বৃহস্পতিবার তাঁর রক্ষাকবচের আর্জি খারিজ করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ। তারা জানিয়ে দেয়, ‘যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গাটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করা উচিত হয়নি তাঁর। কী ভেবে বলা হয়েছে, সেটা বড় কথা নয়, যেভাবে বলা হয়েছে, সেটাই ওই মহিলাদের অসম্মান করার পক্ষে যথেষ্ট।’
এরপর এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই আবেদন খারিজ করেছে এবং পরামর্শ দিয়েছে পঙ্কজ দত্তকে পূজাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হওয়ার জন্য।