প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ভোটের ডিউটি করতে গিয়ে পুলিস কর্মীদের খাবার কিনে খেতে হয়। তাঁদের শোবার জায়গাও জোটে না। অনেককেই হোটেল বা গেস্ট হাউস ভাড়া করে থাকেন। এর জন্য ভালো টাকা খরচ হয় তাঁদের। বর্তমান নিয়মে, এক জেলা থেকে অন্য জেলায় পুলিস কর্মীরা ভোটের ডিউটিতে গেলে এর জন্য টাকা পাবেন। যদি ১৫ দিন থাকতে হয় তার জন্য মাথাপিছু বরাদ্দ ২০০০ টাকা এবং তার বেশি হলে সপ্তাহে এক হাজার টাকা মেলে।
ওয়েলফেয়ার কমিটির নজরে এসেছে, একই জেলার অন্য মহকুমায় ভোটের ডিউটি করতে গিয়েও থাকা-খাওয়ার জন্য যথেষ্ট টাকা খরচ হচ্ছে পুলিস কর্মীদের। কিন্তু ডিউটি জেলার ভিতরে হওয়ায় তাঁরা কোনও টাকা পাচ্ছেন না। গাঁটের কড়ি খরচ করেই তাঁদের করতে হচ্ছে সরকারি ডিউটি!
তাই ওয়েলফেয়ার কমিটির তরফে প্রস্তাব গিয়েছে, নিজের জেলাতেই অন্য মহকুমায় ভোটের ডিউটি পড়লেও তাঁদের একটা সাম্মানিক দেওয়া হোক। তাতে কিছুটা আর্থিক সুরাহা তাঁদের হবে। নবান্নে এই পাঠানো প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট স্তরে আলোচনা শুরু হয়েছে বলে খবর। প্রস্তাবটি দ্রুত কার্যকর কথাই বিবেচনা করা হচ্ছে।