নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই শিক্ষাবর্ষে, একাদশ শ্রেণি থেকেই শুরু হয়ে যাচ্ছে সেমেস্টার পদ্ধতির পরীক্ষা। পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক ২০২৫ সালেই শেষবারের মতো হতে চলেছে। তাই নয়া পদ্ধতি নিয়ে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর, বিস্তারিত তথ্যপ্রদান প্রভৃতি আশু প্রয়োজন। সেই কথা মাথায় রেখে প্রধান শিক্ষকদের জন্য অফলাইন কর্মশালা শুরু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে এই পদ্ধতির বৈশিষ্ট্য, মূল্যায়নের পদ্ধতি বিস্তারিত আলোচনা হবে। আজ বৃহস্পতিবার এবং আগামী কাল শুক্রবার উত্তর ও দক্ষিণ কলকাতার স্কুলগুলি দিয়ে এই কর্মশালা শুরু হচ্ছে। এই দু’দিন সংসদের কেন্দ্রীয় কার্যালয় এবং বিদ্যাসাগর ভবনেই হবে কর্মশালা দু’টি। তারপর ধাপে ধাপে ২০টি জেলায় এই কর্মশালা হবে। উপস্থিত থাকবেন সংসদের সভাপতি, সচিব ও উপসচিবরা।
এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রধান শিক্ষকদের নিয়ে অফলাইন কর্মশালা হয়ে যাওয়ার পরে বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে কর্মশালা হবে। তবে, সেটি হবে অনলাইনে, ‘জুম’ মিটিংয়ের মাধ্যমে। সেগুলিতে অংশ নেবেন নয়া সিলেবাস তৈরির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। কত ঘণ্টা ক্লাস নিতে হবে, কোন পদ্ধতিতে পাঠদান করলে তা বেশি কার্যকরী হবে, কীভাবে মূল্যায়ন করতে হবে সবই সেখানে আলোচনা হবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে সেই অনলাইন কর্মশালা তাঁরা শুরু করে দিতে পারবেন বলে আশাবাদী সভাপতি।