প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
গোটা রাজ্যেই গরমের মাত্রা বাড়ছে। আবহাওয়াবিদরা বলেন, আপাতত আগামী দু-তিন দিন কোনও কোনও স্থানে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা এখন তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। তাপমাত্রা বাড়লেও কলকাতাসহ সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা নেই। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ফলে কলকাতা ও লাগোয়া এলাকায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে যথাক্রমে ৩৬.২ ও ২৮.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দু’টি তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল এদিন।