হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে নাচক এলাকায় মানুষ সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটা রাস্তা ছিল। দীর্ঘদিন ধরেই সেখান থেকে লোকেরা রেল লাইন টপকে যাতায়াত করেন। এইভাবে রেল লাইন পেরিয়ে যাতায়াত করার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে। এই এলাকায় মানুষের যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয়রা আন্ডার পাসের দাবি করছেন কিন্তু রেল তাতে কর্ণপাত করেনি।
সম্প্রতি রেল ওই জায়গা থেকে লোকেদের যাতায়াত বন্ধ করার জন্য কিছুদিন আগে ওখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেয় বলেও। তা নিয়ে মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। অভিযোগ রবিবার সেখানে লোহার বেড়া দেওয়ার কাজ করছিল রেল কর্তৃপক্ষ। এই অবস্থায় এর প্রতিবাদে সাধারণ মানুষ রেললাইনের উপরে উঠে রেল অবরোধ করে। অনেকক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেল পুলিস এবং আরপিএফ এসে বিক্ষোভকারীদের হটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।