মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
কলকাতা পুরসভা সূত্রে খবর, গত সোমবারই বাড়িটি হেলে পড়ার খবর আধিকারিকরা জানতে পারেন। খবর পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শনে যান। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপন সাহা জানিয়েছেন, আজ অর্থাৎ সোমবার চূড়ান্ত পর্যবেক্ষণ করতে ফের ঘটনাস্থলে আসবেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। বাড়িটি আইন মেনে তৈরি হয়েছিল কি না এবং বর্তমানে তা কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে – মূলত এই দুটি বিষয় তাঁরা খতিয়ে দেখবেন বলে পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি চারতলা বাড়ি বিপজ্জনকভাবে পাশের অন্য একটি বাড়ির উপর হেলে পড়ে। জানা যায়, বাড়িটি মাটিতে বসে গিয়েছিল। বেসরকারি একটি সংস্থাকে ‘লিফটিং’ বা সোজা করার দায়িত্ব দেওয়া হয়। কাজ চলাকালীনই বাড়িটির একতলার দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরই গোটা বাড়িটি ডানদিকে হেলে পড়ে। ঘটনায় গ্রেপ্তার করা হয় প্রোমোটারকে। বাঘাযতীনের ঘটনার সঙ্গে ট্যাংরার এই ঘটনারও সাদৃশ্য রয়েছে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।