মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ কালীঘাট রোডের ৪৩৪ নম্বর বাড়িটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তেই গোটা বাড়িটি চলে যায় আগুনের গ্রাসে। তড়িঘড়ি সেখানে ছুটে আসেন আশপাশের বাসিন্দার। হুলস্থূল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভিতর থেকে এক যুবককে উদ্ধার করেন দমকল আধিকারিকরা। তাঁকে এসএসকেএম (পিজি) হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মেয়র ফিরহাদ হাকিম এবং স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায়।
পুলিস জানিয়েছে, মৃতের নাম সাম্য ভট্টাচার্য। তিনি এবং তাঁর স্ত্রী ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু এদিন রাতে সাম্য বাড়িতে একাই ছিলেন। কিন্তু কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।