মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
গত শনিবার সকাল ৯টা নাগাদ নারকেলডাঙা থানার এপিসি রোড ও রাজা রাজনারায়ণ স্ট্রিটের ক্রসিংয়ে দু’টি বাইকে করে এসে দুষ্কৃতীরা ছাগল ব্যবসায়ী ইফতিকারের হাতে ছুরি মারে। পাশাপাশি তাঁর চোখে স্প্রে করে ব্যাগপ্যাক নিয়ে পালায়। ওই ব্যাগে এক কোটি টাকা ছিল। কোটি টাকা লুটের অভিযোগ পেয়ে নারকেলডাঙা থানার পাশাপাশি লালবাজারের ডাকাতি দমন শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নামেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে গোয়েন্দাদের দাবি, ধৃত ফায়জান এই মামলায় প্রধান অভিযুক্ত। লুটের আগে ২১ দিন ধরে ছাগল ব্যবসায়ী ইফতিকার আহমেদ খানের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল ফায়জান। তপসিয়ার বাসিন্দা ধৃত নাসিরুল খান এই ছাগলপট্টিতে কাজ করে। নাসিরুলের মাধ্যমে ইফতিকার আহমেদ খানের লেনদেনের তথ্য পায় ফয়জান। তারপর দলবল জুটিয়ে রীতিমতো লুটের পরিকল্পনা করে সে। বিহারের বাসিন্দা হলেও গত দু’-তিন বছর ধরে সে তপসিয়া থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। ধৃতের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা।