মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
সোনারপুর থানার সুভাষগ্রামে ঘটনাটি ঘটেছে। বাড়ি ফেরার পর গৃহকর্তা দেখেন, সব ঘর লন্ডভন্ড। আলমারি খোলা। নগদ টাকা ও সোনা-রুপোর গয়না উধাও। ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিস। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কর্ম করতে এসেছিল দু’জন ব্যক্তি।
সোমবার সন্ধ্যায় সুভাষগ্রামের বাবলু গোমস স্ত্রীয়ের আত্মীয়ের বিয়েতে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন। বাড়ি ছিল ফাঁকা। সেই সুযোগে দুই চোর গ্রিল কেটে দরজার তালা ভেঙে ঢোকে। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চালায়। যেখানে যা মূল্যবান জিনিসপত্র ছিল সব ব্যাগে ভরে। আলমারি ভাঙে। গয়না ও টাকা নেয়। তারপর বেরনোর আগে দেখে মদের আস্ত বোতল। দেখে আর লোভ সামলাতে পারেনি। গ্লাসে ঢেলে চোঁ চোঁ করে উড়িয়ে দেয়। করতে করতে রাত কাবার। ভোরের দিকে মালপত্র নিয়ে বেরয় তারা। ঘর থেকে খালি গ্লাস ও বোতল পেয়েছে পুলিস। সকালে গোমস দম্পতি বাড়ি ফিরে চমকে ওঠে। বাবলুবাবু বলেন, ‘নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং দেড় লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে।’ সিসিটিভিতে সন্দেহজনক দুই ব্যক্তিকে বাড়ির ভিতর ঢুকতে দেখা গিয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। শুরু হয়েছে জোরদার তল্লাশি।