মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
আসফাকুল্লার বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। সিঙ্গুরে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করেছিল একটি সংস্থা। সেই সংস্থার বিজ্ঞাপনে আসফাকুল্লা নিজেকে ‘এমএস’ বলে দাবি করেছেন, যা নিয়ম বহির্ভূত। এরপর বুধবার আসফাকুল্লাকে শোকজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এদিন বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন, কেন অভিযোগ পাওয়ার পর পরই এফআইআর দায়ের করা হল? কেন প্রাথমিক তদন্ত না করেই ওই এফআইআর দায়ের হল। এরপরই কেস ডায়েরি তলব করেন বিচারপতি ঘোষ। আজ ফের মামলার শুনানি।