মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে ... বিশদ
গত ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে ‘উড়ান যাত্রী ক্যাফে’ পরিষেবা চালু করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তাতে বিমানবন্দরে মিলছে ১০ টাকায় এক কাপ চা। এছাড়াও এক বোতল জল ১০ টাকায় পাওয়া যাচ্ছে বিমানবন্দরে। এক কাপ কফির দাম ২০ টাকা। একটি সিঙাড়া ও একটি মিষ্টির দাম ২০ টাকা করে। সাধারণত বিমানবন্দরের মধ্যে যে সমস্ত রেস্তরাঁ আছে, সেখানে চা, কফির দাম শতাধিক টাকা। সেখানে সাধ্যের মধ্যে চা, কফি খাওয়ার সুযোগ করে দিয়েছে বিমান মন্ত্রক। ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু করেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। উড়ান যাত্রী ক্যাফে পরিষেবা এক মাস পার করেছে কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, যাত্রীদের কাছ থেকে যে সাড়া মিলেছে, তাতে উড়ান যাত্রী ক্যাফে সাফল্যের সঙ্গে এগচ্ছে। আগামী দিনে দেশের অন্যান্য বিমানবন্দরেও এই ক্যাফে চালুর পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, গত এক মাসে প্রতিদিন গড়ে ৯০০ জন যাত্রী ক্যাফেতে খেয়েছেন। চা ও সিঙাড়া সবথেকে বেশি পছন্দ যাত্রীদের। যাত্রীদের বক্তব্য, সাধ্যের মধ্যে স্বাস্থ্যকর চা, কফির পরিষেবা প্রদানের এই উদ্যোগ প্রশংসীয়।