বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
মহানগরীর বুকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো পরিষেবা রাত সাড়ে ৯টার আশেপাশে ছেড়ে যায়। পরিষেবার সময়সীমা কেন বৃদ্ধি পাবে না, এই মর্মে কলকাতা আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাইকোর্টের গুঁতোয় ২০২৪ সালের ২৪ মে থেকে রাত ১০টা ৪০ মিনিটে নাইট সার্ভিস পরিষেবা শুরু হয়েছিল। যদিও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত এই সার্ভিস চলে। তা পেতে যাত্রীদের কার্যত নাকাল হতে হয়। কেন না, নাইট সার্ভিস চলাকালীন সংশ্লিষ্ট রুটের সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো ভবনের এক শীর্ষ কর্তার দাবি, কিছু অসাধু অফিসার নাইট সার্ভিসে যাত্রী সংখ্যা কমানোর জন্য এই ফন্দি তৈরি করেছিলেন। যাতে আদালতের কাছে যাত্রী সংখ্যার পরিসংখ্যান দেখিয়ে ১০.৪০ মিনিটের এই সার্ভিস বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, একইভাবে রাত্রিকালীন এই পরিষেবায় সারচার্জের নামে ১০ টাকা বাড়তি ভাড়া যুক্ত করার পিছনে সেই একই উদ্দেশ্য। সম্প্রতি চুপিসারে স্মার্ট কার্ডের বোনাস ৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। কাউন্টার বন্ধ থাকায় টোকেন কেনা যায় না। বাধ্য হয়ে যাত্রীদের স্মার্ট কার্ড দিয়েই যাতায়াত করতে হয়। সেখানে বোনাসের উপর আগেই কোপ দেওয়া হয়েছে। এবার ভাড়ার উপর অতিরিক্ত ১০ টাকা দিতে হলে, যাত্রী সংখ্যা আরও কমবে বলে মনে করছেন ওই কর্তা।