পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
গোপালবাবু বলেন, ‘বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতিতে এখানে অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এই মওকায় এদেশে ঢুকে পড়তে পারে জঙ্গিরাও!’ পুর চেয়ারম্যানের আরও আশঙ্কা, ‘ভিন রাজ্যের বাসিন্দাদের ভিড়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটতে পারে। পুলিসের তরফে অবিলম্বে এঁদের সকলের পরিচয়পত্র যাচাই এবং সংগ্রহ করা উচিত।’
পাশাপাশি ‘প্রেস’, ‘অ্যাডভোকেট’, ‘সরকারি অফিসার’ সহ রকমারি স্টিকার সাঁটা বহু গাড়ি বনগাঁ শহরে দাপিয়ে বেড়ায়। এগুলির প্রতিটির ক্ষেত্রেই যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানান, এমন ‘বিশেষ ক্যাটিগরি’ জানান দেওয়া গাড়িতে অনেক ভুয়ো লোকও ঘোরাফেরা করে। পুলিস প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেড়ানো এসব লোকের মাধ্যমে অসামাজিক ও বেআইনি কাজ কারবার ঘটে যাওয়া অসম্ভব নয়। যারা অসাধু তারা নানারকম জিনিস পাচারের সঙ্গেও যুক্ত বলে সন্দেহ তাঁর। গোপাল শেঠ বলেন, ‘এইসব বেআইনি গাড়ির বিরুদ্ধে প্রশাসনের তরফে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।’
গাইঘাটা থানার পুলিস সম্প্রতি ‘প্রেস’ ও ‘অ্যাডভোকেট’ লেখা একটি চারচাকার গাড়ি থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে। সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিস জানতে পেরেছে। ওই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে ভিন রাজ্যের দুই বাসিন্দাকে। বনগাঁ শহরে ‘প্রেস’ স্টিকার সাঁটা অনেক ভুয়ো গাড়ি চলাচল করে। ওইসব গাড়ির মালিক কোন মিডিয়ার সঙ্গে যুক্ত তা কেউ জানে না। শহরজুড়ে ফেসবুক ও ইউটিউব চ্যানেলের রমরমা। গাইঘাটার প্রত্যন্ত আংরাইল এলাকায় ‘প্রেস’ লেখা গাড়ির রমরমা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এগুলির একাংশ মাদক, সোনা প্রভৃতি পাচারে ব্যবহার করা হয় বলে অনেক সময় অভিযোগ ওঠে। তারা ধরা পড়ার পর সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা কোনও পরিচিত সাংবাদিকের নাম ভাঙিয়ে ছাড়াও পেয়েছে বলে অভিযোগ। এইসব অসাধু লোকজনের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে নাগরিক মহল থেকে।