পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
গত ১১ ডিসেম্বর বজবজ থেকে রওনা হয়েছেন তিনি। আপাতত সাড়ে ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে সোমবার তিনি উত্তরপ্রদেশের কানপুর হাইওয়ে ধরে এগিয়ে চলেছেন। তাঁর হাতে রয়েছে জাতীয় পতাকা। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চার মাসের পৌঁছে যাওয়ার টার্গেট নিয়ে বেরিয়েছি। জাতি-ধর্ম নির্বিশেষে অজস্র মানুষ রাস্তায় রাস্তায় আমাকে উৎসাহিত ও সম্মানিত করছেন। উদ্যম বেড়ে গিয়েছে। টানা কুড়িদিন ভাত খাচিছ না। শুকনো খাবার খাচিছ, যাতে শরীর চাঙা থাকে। ঝাড়খণ্ড দিয়ে আসার সময় জঙ্গলের বিপদসঙ্কুল পথও পেরতে হয়েছে। কিন্তু কোনও ভয় করিনি।’ বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ‘উনি আমার দীর্ঘদিনের বন্ধু। এমন উদ্যোগ দেশের সামনে বজবজের নাম উজ্জ্বল করবে। এই যাত্রা সফল হোক, সেটাই কামনা।’