পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
বর্তমানে নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। কয়েক মাসের মধ্যেই তা শেষ হবে বলে আশা করছেন আধিকারিকরা। পুরসভার অবশ্য আগেই স্টলের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছিল। সেই মতো গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, মহেশতলা প্রভৃতি এলাকার বহু বস্ত্র ব্যবসায়ী এখানে দোকান নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। তবে ইন্টারভিউয়ের পর শেষ পর্যন্ত কাদের নাম উঠবে চূড়ান্ত তালিকায়, তা জানা যাবে কয়েকদিন বাদেই। পুরসভার এক আধিকারিক বলেন, এক ছাতার তলায় সব রকমের দোকান হবে এখানে। ব্যবসায়ীদের মধ্যে ভালোই আগ্রহ তৈরি হয়েছে। তবে সবাই তো স্টল পাবেন না। তাই বিভিন্ন বিষয়ের উপর ইন্টারভিউ নিয়ে আবেদনকারীদের বাছাই করা হচ্ছে। এদিকে, ওই হাটের পাশেই একটি পোশাক হাব তৈরি হবে বলে ঠিক হয়েছে। এই প্রকল্পটি পিপিপি মডেলে নির্মিত হবে।