সংবাদদাতা, কাকদ্বীপ: বছর শেষে বকখালির সমুদ্র সৈকতে দেখা মিলল বিশালাকার কাঁকড়া, শামুক, ঝিনুক, মাছ, সাপ ইত্যাদি জলজ প্রাণীর। তবে সেগুলি জীবন্ত নয়। পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে বালির ভাস্কর্য। দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। মূলত পরিবেশরক্ষার বার্তা দিতে বকখালির সমুদ্র সৈকতে এই ভাস্কর্য তৈরি করেছেন ৩০ জনের মতো শিল্পী। তাঁদের কর্মসূচির স্লোগান, ‘এখন সময় পরিবেশের জন্য’। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে একসময় বিভিন্ন জলজ প্রাণীর দেখা পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেগুলি আর দেখতে পাওয়া যায় না। বিভিন্ন সংরক্ষিত এলাকায় গিয়ে জলজ সেই প্রাণী দেখতে হয়। তাই সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধিতে বালির ভাস্কর্য তৈরি করে মানুষের কাছে বার্তা দিতে চাইছেন শিল্পীরা। এছাড়াও প্লাস্টিক বর্জন সহ নদী ও সমুদ্র দূষণমুক্ত রাখার বার্তাও তুলে ধরছেন তাঁরা।
জানা গিয়েছে, ‘আর্ট উইন্ড’ নামে আন্তর্জাতিক এক শিল্পগোষ্ঠী বকখালিতে তিন দিনের এই কর্মসূচি পালন করেছে। নাম দিয়েছে ‘বকখালি আর্ট কার্নিভাল ২০২৪’। প্রায় ১০৬ ফুট লম্বা ও সাড়ে তিন ফুট চওড়া করে বালির উপর নানা ধরনের ভাস্কর্য তৈরি করছেন। আর্ট উইন্ড’এর প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ্ত বিশ্বাস বলেন, ‘এ সময় বকখালিতে প্রচুর পর্যটক আসেন। তাঁদের কাছে সচেতনতামূলক বার্তা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নদীয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার প্রায় ৩০ শিল্পী কর্মসূচির সঙ্গে যুক্ত।’