যে কোনও উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাজকর্মে উন্নতির ... বিশদ
জানা গিয়েছে, গত ৩-৪ দিন ধরেই পুকুরের মধ্যে দুটি বস্তাকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তাগুলি থেকে দুর্গন্ধও বার হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিস। তাঁরা একটি বস্তা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তারপরেও এলাকা থেকে দুর্গন্ধ যাচ্ছিল না। আজ, রবিবার ফের ঘটনাস্থলে আসে পুলিস। পুলিস সূত্রে খবর, এদিন সকালে ওই পুকুরটি থেকে আরও তিনটি বস্তা উদ্ধার করা হয়েছে। পুলিস আধিকারিকদের অনুমান, ওই তিনটি বস্তাতেও দেহাংশ থাকতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কী ভাবে বস্তাগুলি ওই পুকুরে এল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।