সংবাদদাতা, কাকদ্বীপ: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি কটেজ। পুলিস সূত্রে জানা গিয়েছে, নামখানার মৌসুনি দ্বীপে শনিবার বিকেল চারটে নাগাদ কটেজটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। এই দ্বীপের অধিকাংশ কটেজ কাঠ ও খড় দিয়ে তৈরি। ফলে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ কষ্টসাধ্য। স্থানীয় বাসিন্দারা বালতি ভরে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিস ঘটনাস্থলে আসে। হাওয়ার দাপট বেশি থাকার কারণে আগুন ভয়ঙ্কর চেহারা নেয়। কটেজের প্রায় ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দু’টি ঘরে পর্যটক ছিল বলে জানা গিয়েছে। তাঁদের কোনওরকমে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসা সম্ভব হয়। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
গত প্রায় তিন মাস আগেও এই পর্যটন কেন্দ্রের অন্য একটি কটেজে ভয়াবহ আগুন লেগেছিল। তারপর আবার আগুন লাগল। ফলে় আতঙ্ক ছড়িয়েছে। এই দ্বীপে তৈরি হওয়া কটেজগুলিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজস্ব চিত্র