যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
সংযোগ পৌঁছনো বাড়িগুলিতেও জল না-যাওয়া নিয়ে, গত সপ্তাহের পর্যালোচনা বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই এই সমস্ত পাইপ কেটে জল চুরির বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযানে নামে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তর। প্রায় ২০ হাজার জায়গায় পানীয় জল অপব্যবহারের অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে দপ্তর। এদিন বিভাগীয় মন্ত্রী পুলক রায় জানান, ইতিমধ্যেই ১৫০ জন ঠিকাদার ও ১৯ জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রেল, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এবং ডিভিসির মতো কেন্দ্রীয় সংস্থার জমি দিয়ে পাইপ নিয়ে যাওয়ার অনুমতি না মেলায় ১০ লক্ষ বাড়িতে জলের সংযোগ যায়নি। এনিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। এবিষয়ে কেন্দ্রকে চিঠি লেখার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধুমাত্র এই প্রকল্পেই রাজ্যের ৮ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে। ফলে পিএইচই প্রায় পাঁচ কোটি কর্মদিবস সৃষ্টি করতে পেরেছে, এটি একটি রেকর্ড। পরিবার পিছু বছরে গড়ে ৬১ দিন কাজ দিয়েছে রাজ্যের এই দপ্তর। পরিযায়ী শ্রমিকদেরও কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।