নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার আবাস যোজনা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা। সোমবার ফের বারাসত ১ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা। পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে ক্ষোভ উগড়ে দেন উপভোক্তারা। তাঁদের দাবি, প্রশাসন সঠিকভাবে সমীক্ষা করেনি। সেই গাফিলতির জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সভাপতি। এদিকে সোমবার বেশ কিছু এলাকায় আবাস যোজনার সমীক্ষার কাজ করেন বিডিও রাজীব দত্তচৌধুরী। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী বারাসত শহর লাগোয়া বারাসত ১ ব্লকে আবাসের উপভোক্তা ছিলেন ৮৭২২ জন। কিন্তু সমীক্ষার কাজ খতিয়ে দেখার পর মাত্র ৩৮০১ জন আবাসের বাড়ি পাচ্ছেন। এ নিয়েই শুক্রবার এবং ফের সোমবার বিডিও অফিসে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী শ্যামলী দোলুই, হালিমা বেগম, রুবিনা বিবিরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাড়ি পাইনি। কিন্তু যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম উঠে গিয়েছে আবাস প্রকল্পে। কিন্তু জরাজীর্ণ মাটির বাড়িতে থাকলেও আমাদের নাম নেই। এটা কীভাবে সম্ভব? যোগ্যরা যাতে বাড়ি পান, সেই ব্যবস্থা করুক প্রশাসন, এটাই আমাদের দাবি।
এনিয়ে বারাসত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন, কিছু জটিলতার কারণে আমাদের ব্লকে নাম বেশি বাদ পড়েছে। এনিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। দ্রুত আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব বলে আশাবাদী। নিজস্ব চিত্র